
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার সাতসকালে আলিপুরদুয়ারের দলগাঁও চা বাগানের দলমনি ডিভিশনে খাঁচা বিন্দ হয় একটি চিতাবাঘ। বেশ কিছুদিন ধরেই ওই এলাকার ত্রাস হয়ে উঠেছিল চিতাবাঘটি। পরে স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বনদপ্তর। এদিন ভোরের আলো ফুটতেই চিতাবাঘের গর্জনে বাসিন্দারা টের পান যে, অবশেষে চিতাবাঘ ধরা পড়েছে। খবর পেয়ে জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান।












Leave a Reply