গরু চোর দুর্নীতিবাদ চাকরি চোরেদের আরব সাগরে বিসর্জন দেবো, বৃহস্পতিবার নিজের নমিনেশন দাখিল করে এমনই মন্তব্য করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-আমি সনাতনী সন্তান আমি মতুয়া পরিবারের সন্তান। আমি ডঙ্কাও বাজাতে পারি, খোল বাজাতে পারি আবার ঢোল-ও বাজাতে পারি পাশাপাশি ভোটে ধর্ষকদের বিসর্জন দিতেও পারি। গরু চোর দুর্নীতিবাদ চাকরি চোরেদের আরব সাগরে বিসর্জন দেবো, বৃহস্পতিবার নিজের নমিনেশন দাখিল করে এমনই মন্তব্য করেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার।
বৃহস্পতিবার সহকারী জেলাশাসক শ্রী অমিয় কুমার দাসের কাছে নমিনেশন দাখিল করেন অসীম সরকার তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি প্রার্থী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাগাম ছাড়া ভঙ্গিতে চাঁচাছোলা ভাষায় তৃণমূল সরকারের প্রতি একের পর এক বাক্য বান ছোড়েন অসীম সরকার।
তৃণমূল সরকার বলছে রাজ্যে একাধিক কলকারখানা ও চাকরি হয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি প্রার্থী বলেন, খুব ভালো হয়েছে কচুরি ফুল দিয়ে, কাশফুল দিয়ে বালিশ তৈরির কারখানা হয়েছে।চপের কারখানা হয়েছে অনেক কিছু হয়েছে।
আপনার প্রতিপক্ষ শর্মিলা সরকারকে কিভাবে দেখছেন? সাংবাদিকদের প্রশ্নের জবাবে অসীম সরকার বলেন, আমি ওই মাকে প্রণাম করি, সে একজন মা তো। তবে আমি অবাক হয়ে গেছি যে উনি অদৃশ্য মনের রোগ সারেন কিন্তু নিজের দলে যে চোরের দল ধর্ষকদের দল আছে সেটা উনি দেখতে পান না। এটাই আমার কাছে বড় দুঃখ। এইজন্যেই সব ভোট ওনার বিরুদ্ধে যাবে।
অসীম সরকার আরও বলেন আমরাই প্রথম নমিনেশন দিলাম আর আমরাই প্রথম হবো। একটা সময় সিপিএম জিততো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে, পরে তৃণমূল জিতলেও বর্তমানে যে হারে তৃণমূল দুর্নীতি করেছে তাতে করে বিজেপি জিতবে। মানুষ বুঝে গেছে পদ্ম ফোটাতেই হবে।
এইদিন অসীম সরকার কবি গান করতেও ছাড়েন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *