ভোটের মুখে বালুরঘাটে বড় সড় ধস তৃনমুলের।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – ভোটের মুখে বালুরঘাটে বড় সড় ধস তৃনমুলের। একদিকে যখন উত্যরবংগের তিন জেলায় সাড়া দেশের সাথে প্রথম দফার ভোট চলছে, অন্যদিকে দ্বীতিয় দফা ভোট দুয়ারে দাঁড়িয়ে, মাত্র এক সপ্তাহ বাকি, ঠিক সে সময় বালুরঘাট লোকসভা আসনের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের এই দলবদলে আরো শক্তি বৃদ্ধি ঘটল।
আজ বিকেলে বালুরঘাট শহরের জেলা বিজেপি কার্যালয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা এই কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের চকভৃগু এলাকার তৃনমুলের চারবারের ওয়ার্ড প্রেসিডেন্ট ও তার বেশ কিছু অনুগামীকে নিয়ে তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করে। পাশাপাশি বালুরঘাট শহরের ৪ নম্বর ওয়ার্ড ত্রিধারা ক্লাব এলাকা থেকেও তৃনমুল ছেড়ে বেশ কয়েকজন কর্মী সমর্থকেরা বিজেপিতে যোগদান করে। বিজেপিতে যোগদানে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের দলে যোগদান পর্ব সারেন জেলা সভাপতি স্বরুপ চৌধুরী ও সাধারন সম্পাদক বাপি সরকার।
যোগদানের পর ওই সব নেতা ও কর্মী সমর্থকেরা জানান তারা প্রধানমন্ত্রী মোদীর দেশ গঠন ও দেশ পরিচালনার প্রতি আকৃষ্ট ও বালুরঘাটের লোকসভার সাংসদ সুকান্ত মনুমদারের উন্নয়নমুলক কাজের প্রতি আকৃষ্ট হয়েই তারা তাদের পুরনো দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *