
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারও মানবতা ও বিকল্পতার নজির গড়লেন রানাঘাটের টিম S.p. গ্রীষ্মের তাপদাহে নাজেহাল দেশ বাসী, সকাল ১১ টার পরই রাস্তায় বেড়ালে হাসফাস গরমে হাপিয়ে উঠছে সাধারণ মানুষ, সরকারের পক্ষ থেকেও সর্তকতা জাড়ি করা হয়েছে খুব দরকার ছাড়া দুপুরের বাড়ির বাইরে যাতে না করছে আর গেলেও ছাতা, জল ও সুতির জামা কাপড় ব্যবহার করতে বলছে। গরমের কারণে স্কুলের ছুটিও এগিয়ে এনেছে সরকার। আর এবার এই গরমের থেকে পথচারিদের সামান্য রেহাই দিতে মানবতায় এগিয়ে এলো রানাঘাট পুলিশ জেলার SP টিম সানি রাজের রানাঘাটের ট্রাফিককের আলোক বাহিনী… রানাঘাটের রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে রানাঘাট ট্রাফিক পুলিশের উদ্যোগে ঠান্ডা জল, গুড়ের বাতাসা ও তরমুজ দেওয়া হলো। আবারও মানবতার নজির গড়লেন টিম সানিরাজ। এই ভাবেই পথচারিদের শুধু জীবন সুরক্ষিত রাখার ভাবনা নয় এবার তৃষ্ণার্থ মানুষের পাশে দাড়াচ্ছে রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক। এবারের আরও মানবতার নজিড় গড়ুক টিম সানিরাজ। পুলিশের এহেন কাজে খুশি পথচারিরা। এই বিষয়ে S.p কুমার সানিরাজ বলে এই গরমে থেকে মানুষকে একটু রিলিফ দেওয়ার জন্যই আমাদের জেলা জুড়ে এই বিশেষ উদ্যোগ। আগামিতেও আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকবো। এটাই আমাদের কাজ। সকলকে বলবো এই গরমে সকলে সাবধানে থাকুন, জল ছাতা ব্যবহার করুন নুন চিনির জল খান।












Leave a Reply