দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মুখ্যমন্ত্রীর সভার ঠিক আগে হেলিকপ্টার ট্রায়াল রুন সম্পূর্ণ হলো।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- দোরগোড়ায় পৌঁছে গিয়েছে লোকসভা নির্বাচন ঠিক তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জোড়াসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মুখ্যমন্ত্রীর সভার ঠিক আগে হেলিকপ্টার ট্রায়াল রুন সম্পূর্ণ হলো। উল্লেখ্য ২১শে এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলায় দুটো জোড়াসভা করবে মাননীয় মুখ্যমন্ত্রী কুমারগঞ্জ এবং বালুরঘাটেl বালুরঘাট টাউন ক্লাব ময়দানে হবে মুখ্যমন্ত্রীর জনসভা। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার ট্রায়াল রানকে সামনে রেখে এদিন বালুরঘাট টাউন ক্লাব মাঠ জুড়ে ছিল কড়া নিরাপত্তা পাশাপাশি মাঠে উপস্থিত ছিল জেলা অগ্নি দপ্তর। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল উপস্থিত থেকে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখেন পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার পৌর পিতা অশোক কুমার মিত্র। আগামী ২১ এ এপ্রিল মুখ্যমন্ত্রীর জনসভা কে সামনে রেখে রীতিমতো তোরজোর এখন বালুরঘাটে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার সাথে চলছে শেষ পর্যায়ের মঞ্চ প্রস্তুতির কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *