
নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-জেলাশাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন এস ইউ সি আই কমিউনিস্ট দলের রানাঘাট তফসিলি লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশ হালদার এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইসমত আরা খাতুন। সেই উপলক্ষে দলের জেলা অফিস পল্লীশ্রী থেকে দুজন প্রার্থীকে নিয়ে একটি মিছিল করে এস ইউ সি আই কর্মী সমর্থকরা আজ মনোনয়ন জমা করেন। তবে সে ক্ষেত্রে কোনো বর্ণাঢ্য শোভাযাত্রা লক্ষ্য করা যায়নি এ প্রসঙ্গে নেতৃত্বরা জানান বর্তমানে দেশ এবং রাজ্যবাসী অত্যন্ত সমস্যায় রয়েছেন আর সেই সমাধানের জন্যই আসন্ন লোকসভা নির্বাচনে সঠিক দুর্নীতির সাথে আপস না করা রাজনৈতিক জনপ্রতিনিধি নির্বাচন করতে চলেছেন তারা। রাজ্য হোক বা কেন্দ্রের সরকার চালানো বেশিরভাগ দলগুলির ক্ষেত্রেই ইলেক্টোরাল বন্ডের মধ্য দিয়ে অবৈধ অর্থ সংগ্রহ করে এবং তাই দিয়েই মানুষকে প্রভাবিত করেন গণতন্ত্রের অধিকার কে। কিছুদিন বাদেই তাদের দুর্নীতি প্রকাশ্যে এসে পড়ে। কিন্তু এসইউসিআই একমাত্র ক্ষমতা ছাড়াও জনগণের জন্য নিয়মিত নিরলস ভাবে সারা বছর মানুষের পাশে থেকে আন্দোলন করে থাকে। ঢালাও মদের লাইসেন্স দেওয়ার প্রতিবাদ ,বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটারের প্রতিবাদ, জাতীয় শিক্ষানীতির প্রতিবাদ, জাতীয় সম্পত্তি বেসরকারিকরণ এবং বিলগ্নীকরণের বিরুদ্ধে জাতি ভেদাভেদ নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে লড়াই করে এসইউসিআই। শুধু তাই নয় লড়াই করার জন্য মানুষের দরজার দরজায় ঘুরে অর্থ সংগ্রহ করে, তাই তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসের সাথে তাদের গুলিয়ে ফেললে হবে না। ভোটটা একটা উপলক্ষ মাত্র আসলেও মানুষের যন্ত্রণার পাশে থেকে লড়াই করাটাই আসল বলে জানান নেতৃত্ব।
নমিনেশন জমা দিয়ে রানাঘাট তফসিলি লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশ হালদার জানান দুর্নীতিতে আপাদমস্তক ঢেকেছে কেন্দ্র এবং দুই সরকারি মানুষ চাইছেন এর থেকে পরিত্রাণ, তাই পার্লামেন্টে গিয়ে মানুষের জন্য আন্দোলন করাই তাদের একমাত্র লক্ষ্য। উদাহরণ হিসেবে তিনি তাদের সাংসদ ডঃ তরুন মণ্ডলের কথা বলেন যিনি কোনদিন সরকারি ভাতা নিতেন না সেই অর্থ খরচ করতেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে, পার্লামেন্টের ভেতরে এবং বাইরে নিয়মিত শোষিত নিপীড়িত মানুষের কথা বলে গেছেন, তাই এসইউসিআই এর প্রতি মানুষের অগাধ বিশ্বাস। এই দলের প্রতিনিধিরা কখনো বিক্রি হয় না, শত দারিদ্রতার কাছেও মাথা নোয়ায় না সংখ্যা যাইহোক আন্দোলনের তীব্রতা দেখে ভয় পায় শাসক থেকে শুরু করে পুলিশ প্রশাসন।
অন্যদিকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইসমত আরা খাতুন, বলেন সার বীজ ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু করে এসইউসিআই। দিল্লিতে ধরনা মঞ্চ বেঁধে লাগাতার আন্দোলন চালিয়ে গেছে। করিমপুরের রেলপথ , বিভিন্ন নদী খনন, পুকুর ভরা ট গাছ কাটার বিরুদ্ধে তাদের সারা বছরের আন্দোলন স্থান পেয়েছে নির্বাচনী এজেন্ডায়, যা অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে আশা করেনা সাধারণ মানুষ আর সেই কারণেই মানুষের নিজেদের ভালোর জন্য পরিবেশ রক্ষার জন্য নৈতিক দায়িত্ব পূরণে এসইউসিআই প্রার্থীকে ভোট দিয়ে বিপুল পরিমাণ ভোটে জয়যুক্ত করাবে বলেই বিশ্বাস।












Leave a Reply