চন্দ্রকোনারোড শহরে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কৃষ্ণা নিবারণ কেন্দ্রের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর সহ চারটি জেলায় লাল সতর্কতার জারি করেছে হাওয়া অফিস,এই মতো অবস্থায় প্রায় ৪৫° তাপমাত্রা ছাড়িয়েছে পশ্চিম মেদিনীপুর সহ চারটি জেলায়, এই কথা মাথায় রেখে পথ চলতি সাধারণ মানুষের শারীরিক দিকের কথা মাথায় রেখে গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের পাঁচ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে ও ৬০ নম্বর জাতীয় সড়কের পাশে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃষ্ণা নিবারণ কেন্দ্র অর্থাৎ জলছত্র কেন্দ্রের আয়োজন করা হয়,মূলত পথ চলতি সাধারণ মানুষের তৃষ্ণা নিবারনের জন্য এই উদ্যোগ বলে জানা গিয়েছে,প্রথম দিন অর্থাৎ রবিবার উপস্থিত ছিলেন ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানষ নায়েক,এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি বিশ্বজিৎ সরকার, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইদুল মন্ডল,অঞ্চল সভাপতি সুশান্ত সিংহ সহ অন্যান্য তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকেরা,তবে তাপমাত্রা যতদিন না কমছে ততদিন এই তৃষ্ণা নিবারণ কেন্দ্র চালু থাকবে বলে যুব তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *