গানে-কথায়-পথসভায় , কোলাঘাটে ভোটের কথা স্বেচ্ছাসেবী ক্লাবের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন সংকেত ক্লাব ভোটদানে ভোটারদের উদ্বুদ্ধ করতে গানে কথায় কবিতায় পথসভার মাধ্যমে পৌঁছে যাচ্ছেন পাড়ায়, হাটে-বাজারে, মন্দির প্রাঙ্গণ থেকে মানুষের দ্বারে দ্বারে।
অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানের বার্তা এবং বিশ্বের মধ্যে বৃহত্তম গনতন্ত্রিক দেশে সরকার গঠনের গুরুত্ব তুলে ধরছেন সর্বস্তরের ভোটারদের মধ্যে। নিজেরা গান লিখে সুর দিয়ে তৈরি করেছেন গানের দল। পুরুষ এবং মহিলা মিলে প্রায় তিরিশ জনের মধ্যে থেকে দুটি দল তৈরী করা হয়েছে। যে যার নিজের মত স্বাধীন ও শান্তিপূর্ণ ভাবে ভোটাধিকার প্রয়োগের স্বপক্ষে হাতে হাতে প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন, প্রচারপত্র, হারমোনিয়াম, খোল-করতাল নিয়ে বিভিন্ন স্থানে ভোটার সচেতনতার কাজ করছেন স্বেচ্ছাশ্রমে, নিজেদের সামাজিক দায়িত্ববোধ থেকে আগ্রহে এবং অর্থব্যায়ে।

এই দলে অংশ নিয়েছেন তরুনা, শুক্লা, মধুছন্দা, রুমি, সবিতা অপর্ণা, সোনামনিদের মত গৃহবধূ থেকে বাবুরাম, মাধব, উত্তম, চুনিলাল, শংকর, শান্তনু, কার্তিক, সুশান্ত দের মত উদ্যমী মানুষ জন।

সংস্থার পক্ষে অসীম দাস জানান, “দেশে সাধারণ নির্বাচন নিয়ে যে কোন রাজনৈতিক দলের কর্মসূচীর সাথে যে কোন সচেতনশীল সংস্থা থেকে প্রতিটি নাগরিকের এই বিষয়ে বক্তব্য বা অনেক কিছু বলার থাকতে পারে। সেই ভাবনা থেকেই এই সচেতনতা কর্মসূচি নেওয়া হয়েছে।

দেশ পরিচালন ও দেশ গঠনের ক্ষেত্রে এই ভোটা ধিকার প্রয়োগই হল প্রথম ধাপ। সেই গুরুত্ব বোঝাতে জন সচেতনতা র জন্য আমরা আসন্ন লোকসভা নির্বাচন কে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে নিজেদের দায়িত্ব পালন করছি।” কেবল গানই নয়, কবিতায়, নাচে, প্রদর্শনী তে প্লাকার্ড-পোস্টার এবং প্রচার পত্র বিতরণের মাধ্যমে এই প্রজন্মের নতুন ভোটার থেকে সর্বস্তরের মানুষকে ভোটা ধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরছেন কোলাঘাট নতুন বাজারের এই সংকেত ক্লাব।

রেল স্টেশন থেকে, ফুল বাজার, ট্রেকার স্ট্যান্ড, হাট-বাজারে, বিভিন্ন দেবালয় প্রাঙ্গন থেকে পাড়ায়-পাড়ায়, পথসভার মধ্য দিয়ে এনারা গানে কথায় কবিতায় এটাই বোঝাতে চাইছেন

” আঙুলে এই কালির দাগ-
দেশ গঠনের প্রথম ধাপ।”
গানের কথায় বলছেন,-

” আমাদের প্রিয় দেশে আমরা নাগরিক-
নির্বাচনে ভালো মন্দ আমরাই করব ঠিক।”

কবিতার মাধ্যমে বোঝাতে চাইছেন,-“আমাদের রায়ে জিতে কেউ বা মুখ্যমন্ত্রী –
আবার জনতার রায়ে জিতেই হবেন প্রধানমন্ত্রী। তাই নির্বাচনে জয়ী হয়ে দিল্লি যাবেন যারা- জনসেবার প্রতিশ্রুতি পালন করুক তারা।”

গানগুলি লিখেছেন এবং প্রচলিত সুরে সুর প্রয়োগ করেছেন
সংকেতের পক্ষে অসীম দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *