যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- তীব্র দেবদাহের মধ্যে ভোট প্রচারে কোনোরকম ঘাটতি রাখতে চাইছেন না রাজনৈতিক দলগুলির প্রার্থীরা। সেরকমই দাবদাহ থেকে কিছুটা রেহাইপেতে সকালসকাল ভোটপ্রচারে কর্মী সমর্থকদের সাথে নিয়ে নেমে পড়ছেন সকল প্রার্থী রা। পিছিয়ে নেই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজিপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়। তীব্রতাকে উপেক্ষা করেই প্রচার সারছেন তিনি। সকাল, বিকেল সন্ধ্যায়- ঠাসা কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে চলেছে তাঁর প্রচার অভিযান।

এদিন টালিগঞ্জ বিধানসভা, ওয়ার্ড নম্বর ৯৫, – এ পথসভায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের স্বপক্ষে বক্তব্য রাখলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায় মহাশয়। স্বাভাবিক ঢঙেই তিনি তার বক্তব্য তুলে ধরেন মানুষের সামনে । এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় রুদ্রনীল ঘোষ মহাশয়, সম্মানীয় পাপিয়া অধিকারী এবং অন্যান্য নেতৃবৃন্দ।

ড: অনির্বাণ গঙ্গোপাধ্যায় সভমঞ্চে বক্তব্য রাখার পাশাপাশি দীর্ঘ বক্তব্য রাখনে অভিনেতা রুদ্রনীল ঘোষ। বেকার যুবকদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা, চাকরি চুরি – প্রভৃতি বিষয় গুলিযে তাঁর ভাষণে উঠে আসবে এটাই স্বাভাবিক। তাঁর বক্তব্যে যেমন উঠে আসে নরেন্দ্র মোদীর সরকারের সুশাসনের দিক, তেমনি উঠে আসে রাজ্যে শাসক দলের ভুরিভুরি দুর্নীতি, চুরি ও বোম বারুদ শিল্পের তথ্য। আগাগোড়াই তাঁর বক্তব্যের নিশানা ছিল রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস।












Leave a Reply