সোনারপুর দক্ষিণ বিধানসভার পাঁচ নম্বর মন্ডলে পথসভা থেকে বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি তুলে ধরলেন মোদী’র সঙ্কল্পের কথা।

যাদবপুর, নিজস্ব সংবাদদাতা:- আবহাওয়া অফিস রিপোর্ট অনুযায়ী ২৮ ও২৯ চলবে তীব্র তাপপ্রবাহ।  কিন্তু তা বলে কি থেমে থাকবে ভোট প্রচার?  না, থেমে নেই। পাল্লা দিয়ে চলছে প্রচার অভিযান। শেষ দফার ভোটে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে যাদবপুর। ২০০৪ সালে শেষবার যাদবপুর থেকে সাংসদ পেয়েছিল সিপিএম (CPIM)। তারপর থেকে এই কেন্দ্র তৃণমূলের দখলে। তবে সময় বদলেছে। তৃণমূলের বিরুদ্ধে ‘দুর্নীতি’ হাতিয়ার করে রাজ্যজুড়ে সরব হয়েছে বিরোধী শিবির। বাদ নেই বিজেপি (BJP) ও। ভোটপ্রচারে দফায় দফায় তুলে ধরা হচ্ছে শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এহেন পরিস্থিতিতে প্রচারের ময়দানে শাসক শিবিরকে দুর্নীতির অস্ত্র ছুড়ে আক্রমন করতে দেখা গেলো যাদবপুরের বিজেপি মনোনীত প্রার্থী ডঃ অনির্বান গঙ্গোপাধ্যায়ের মুখেও । সেখানেই উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির বিভিন্ন দিক। সোনারপুর দক্ষিণ বিধানসভার পাঁচ নম্বর মন্ডল – এ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সমর্থনে ও দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্তা গড়ে তুলতে পথসভায় বক্তব্য রাখলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ অনির্বাণ গাঙ্গুলি মহাশয়।তিনি গ্রামীন রাস্তা, জল প্রকল্প , বড়ি বড়ি খাদ্য শস্য, থেকে শুরু করে চন্দ্রযানের সাফল্য মোদী সরকারের সমস্ত সাফল্যের দিক গুলি তুলে ধরেন । আজকের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশেষে করে নরেন্দ্রমোদীর সময়ে ক্রীড়া ক্ষেত্রে যে সার্বিক উন্নতি হয়েছে এবং খেলাধুলার সকল ক্ষেত্রে অন্য সকলক দেশকে পেছনে ফেলে যে ভাবে দ্রুত এগিয়ে চলছে তার কথাও তুলে ধরেন তিনি। তুলে ধরেন গোটা বিশ্বে মোদীর জনপ্রিয়তার কথা। পাশাপাশি স্মরণ করিয়ে দেন কি ভাবে আমাদের প্রধানমন্ত্রী দেশকে আর্থিক মহাশক্তি হিসেবে পঞ্চম স্থানে উঠিয়ে এনেছেন এবং আগামি দিনে তিনি তৃতীয় স্থানে নিয়ে যাবেন সেই কথাও। পাশপাশি তুলে ধরেন আগামি দিনে ৭০ বছরের উর্ধে সকল নাগরিকদের স্বাস্থ্য বিমার আওতায় আনার মোদীর সঙ্কল্পের কথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *