পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- শাসকের জামানায় শাসকের ঘর ভাঙ্গলো CPI(M),বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের চাঁদকুড়ি এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তপন গাঙ্গুলীর সমর্থনে মিছিলের মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন সিপিআইএম নেতৃত্ব,যেখানে উপস্থিত ছিলেন দাপুটে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ সহ একাধিক জেলা ও ব্লকের নেতা কর্মীরা, এই দিন মিছিল এরপর পথসভায় দন্ডরা এলাকার দেড়শ টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগদান করলো বলে দাবি সিপিআইএমের, এই দিন নব সিপিআইএম কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সুশান্ত ঘোষ,এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক সিপিআইএম নেতাকর্মীরা, তবে লোকসভা নির্বাচনের আগে শাসক শিবিরের এই ভাঙ্গনের ফলে অনেকটাই অস্বস্তিতে পড়তে পারে শাসক শিবির,এটাই মনে পড়ছে রাজনৈতিক মহলের একাংশ।
সবংয়ে তৃণমূল ছেড়ে CPI(M) এ যোগদান,দলীয় পতাকা তুলে দিলেন সুশান্ত ঘোষ ।
