নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১৭ মে: ৮০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিকে ৯২ শতাংশ নাম্বার পেয়ে তাক লাগিয়েছিল কামারপাড়ার পায়েল পাল। তবে তার উচ্চ শিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক অনটন৷ দেখা দিয়েছিল নানা ধরনের প্রতিবন্ধকতা। বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে পায়েলের বাড়িতে যায় বালুরঘাট ব্লকের বিডিও সম্বল ঝাঁ, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। পায়েলের হাতে ৫ হাজার টাকার চেক ও গল্পের বই সহ পড়ার অন্যান্য সামগ্র তুলে দেওয়া হয়। তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট। আগামী দিনে পায়েল ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বালুরঘাট ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি।
পায়েলের হাতে ৫ হাজার টাকার চেক ও গল্পের বই সহ পড়ার অন্যান্য সামগ্র তুলে দেওয়া হয়।
