বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বাঁকুড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্রের তৈরি পার্টিকেল এবার পাড়ি দিতে চলেছে “ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে”। সম্ভবত বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে এবং মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বাঁকুড়া জেলার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বাঁকুড়ার ছাতনা ব্লকের মন্তুমুরা গ্রামের ছেলে অয়ন স্টিফেন হকিংস এর থেকে অনুপ্রাণিত হয়ে, মহাকাশকে ভালোবেসে ফেলে। ছোট থেকেই প্রথাগত পুঁথিগত বিদ্যার বাইরে বিজ্ঞান চর্চা করতে পছন্দ করত অয়ন তারপর একটু একটু করে এগিয়ে চলা। এত কম বয়সেই সুদুর আমেরিকা পাড়ি দিয়ে একমাত্র ভারতীয় হিসেবে স্পেস প্রোগ্রামে অংশগ্রহণ করেন অয়ন।
বাঁকুড়ার এমডিভি ডিএভি পাবলিক স্কুলের ছাত্র অয়ন দেওঘরিয়া সুযোগ পায় ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রাম ২০২৪ এ, যেটা অনুষ্ঠিত হয় আমেরিকার আলাবামায় ইউনাইটেড স্পেস এন্ড রকেট সেন্টারে। সেখানে অয়নের টিমকে দায়িত্ব দেওয়া হয় একটি লুনার স্পেস অভিযানের “কম্প্যাটিবল” মেটেরিয়াল তৈরি করার জন্য। অয়ন এর টিমে ছিলেন আরও দুজন। একজন মেক্সিকো থেকে এবং অপরজন আমেরিকা থেকে। অয়নদের ডেভেলপ করা মেটিরিয়াল সিলেক্ট করা হয় “MISSE” (Materials International Space Station Experiment) গবেষণার জন্য। MISSE হল এমন একটি মডিউল যেটি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে মেটিরিয়ালগুলির মুখ্য পরীক্ষা নেবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে , বাঁকুড়ার অয়নের তৈরি মেটেরিয়াল চাঁদে গেলেও যেতে পারে।
স্পেস প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, আমেরিকা পাড়ি দেওয়াই এক বড় ব্যাপার ছিল অয়নের জন্য। বিপুল খরচ কিভাবে জোগাড় হবে তা নিয়ে চিন্তায় পড়েছিলেন পরিবারের লোকজন। তবে কথায় আছে, “ইচ্ছে থাকলে উপায় হয়”। অয়নের সদিচ্ছা এবং মেধা দেখে এগিয়ে আসেন সহৃদয় এক দম্পতি (জিন্দল)। আমেরিকা পাড়ি দিয়ে গবেষণা করার সুযোগ পায় বাঁকুড়ার ছেলে। অবশেষে তার তৈরি মেটেরিয়াল সিলেক্ট হয়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে “MISSE” এর জন্য।
বাঁকুড়ার এই মেধাবী ছাত্র ২০২২ সালে “স্পেস দেব্রি” অর্থাৎ মহাকাশে বিভিন্ন কৃত্রিম ধ্বংসাবশেষ নিয়ে কাজ শুরু করে। তখন লক্ষ্য ছিল ২০২৩ এর আন্তর্জাতিক কনফারেন্স। তবে দুর্ভাগ্যবশত ফরম ফিলাপ করতে দেরি হওয়ায় সেই কনফারেন্স মিস হয়ে যায়। তবে ২০২৩ সালেই দেরাদুনে ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি স্টাডিস এর জাতীয় স্পেস কনভেনশনে। যথারীতি প্রথম স্থান অধিকার করে বাঁকুড়ার তনয়। এরপর অয়নের যাওয়ার সুযোগ হয় ভারতীয় মহাকাশ বিজ্ঞানের আখড়া ইসরোর বাই এনুয়াল কনফারেন্স যেটা অনুষ্ঠিত হয় গোয়ায়, তারপর সেই একই প্রজেক্টের “এডভ্যান্স ভার্সন” দেওয়া হয় ইন্টারন্যাশনাল এয়ার এন্ড স্পেস প্রোগ্রাম ২০২৪ এর বাছাই স্তরে। এরপর আবারও এক বড় সাফল্য তার, আমেরিকার বুকে একমাত্র ভারতীয় হিসেবে সফলভাবে গবেষণা করে মহাকাশ গবেষণায় বাঁকুড়ার নাম পৌঁছে দিয়েছে অয়ন দেওঘরিয়া। ইতিমধ্যেই RSA অর্থাৎ
(Royal Society of Arts, Manufactures and Commerce) এর ফেলোশিপ পেয়েছে বাঁকুড়ার দ্বাদশ শ্রেণির অয়ন।
বাঁকুড়ার দ্বাদশ শ্রেণীর ছাত্রের তৈরি পার্টিকেল এবার পাড়ি দিতে চলেছে “ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে”।
