সকলের মন খারাপ করে ইন্দাস থানার ওসি সোমনাথ পাল মেসিয়ার পথে ইন্দাস মহাবিদ্যালয়ের কাছে রাজপথেই সংবর্ধনা।

আবদুল হাই, বাঁকুড়াঃ – কর্মক্ষেত্রে ইন্দাসের সকলের কাছে দুঁদে পুলিশ অফিসার সোমনাথ পাল কিন্তু মানবিকতায় যথেষ্ট সহনশীল ও সহমর্মী।
বাঁকুড়ার ইন্দাস থানার ওসি থাকাকালীন দক্ষ হতে সামলেছেন প্রশাসনিক কাজকর্ম তাই সকলের কাছে তিনি যথেষ্ট ভালোবাসা এবং পেয়েছেন সহযোগীতাও।
দুঁদে পুলিশ অফিসার সোমনাথ পাল শুধু তার কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব সামলাননি সাথে সাথে ক্রিকেট মাঠেও দক্ষতা দেখিয়েছেন ব্যাটসম্যান হিসাবে। ডিফেন্স করা থেকে ৪ – ৬ মারা দক্ষ সোমনাথ পাল তাই ক্রিকেট মাঠেও সমান জনপ্রিয় আর সেরকমই এক মানুষ এবং পুলিশ অফিসার সোমনাথ পাল আজ চললেন মেজিয়া থানার দায়িত্ব নিয়ে আর যাবার পথেই ইন্দাস মহাবিদ্যালয়ের কাছে রাজপথে তাকে ঘিরে ধরলেন ইন্দাস মহাবিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা এবং দিলেন সম্বর্ধনা। প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। মনের অজান্তেই চোখের কোনায় চলে আসে জল।
হাজার মন খারাপের মধ্যেও উপস্থিত সকলে ওসি সোমনাথ পালের দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি চাইলেন আগামী দিনে আরো নাম যশ খ্যাতির। কর্মক্ষেত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অগণিত শুভানাধ্যায়ীদের
ভালোবাসা পেয়ে আপ্লুত ইন্দাস থানার বিদায়ি ওসি সোমনাথ পাল, তিনি ভাবতে পারেনি কর্মস্থলে ছড়িয়ে-ছিটিয়ে তার এত শুভনাধ্যায়ী আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *