নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভুট্টা চাষের আড়ালে চলছিল অবৈধ পোস্ত চাষ। খবর পেয়ে পোস্ত চাষের জমি নষ্ট করলো পুলিশ। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, এলাকার এক বাসিন্দা জমিতে ভুট্টা চাষের আড়ালে করছিল পোস্ত চাষ।এরপর খবর পেয়ে বুধবার চাষের জমিতে দুটি ট্রাক্টার লাগিয়ে পুরো পোস্ত চাষের জমি নষ্ট করা হয়।প্রায় এক থেকে দুমাস আগে এই পোস্ত চাষের বীজ রোপণ করা হয়েছে বলে অনুমান পুলিশের। এদিন ওই এলাকার অন্যান্য জমিতেও এরূপ কোনো অবৈধ চাষ হচ্ছে কী না তা খুঁজে বের করতেও তল্লাশি চালায় পুলিশ।
ভুট্টা চাষের আড়ালে চলছিল অবৈধ পোস্ত চাষ, খবর পেয়ে পোস্ত চাষের জমি নষ্ট করলো পুলিশ।

Leave a Reply