পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড বিলা বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন, এই দিন রক্তদানের পাশাপাশি স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে, আগামী দুইদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে,এই দিন রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন নয়াবসত পার্বতীময়ী শিক্ষানিকেতনের শিক্ষক গুণধর ঘোষ, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজিব ঘোষ,শ্যামল বোস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক বোস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে চন্দ্রকোনারোড বিলা বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ।

Leave a Reply