নিজস্ব সংবাদদাতা, মালদা—সোমবার মালদায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হেলিকপ্টার চেপে বিকাল সওয়া তিনটা নাগাদ মালদায় পৌঁছান। মালদা শহরের যুব আবাস সংলগ্ন ময়দানে তৈরি হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে। এরপর তিনি হেলিকপ্টার থেকে নেমে পুরাতন মালদার মঙ্গলবাড়ি মহানন্দা ভবনের উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার প্রাক্কালে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে কী জানালেন শুনুন—
সোমবার মালদায় এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হেলিকপ্টার চেপে বিকাল সওয়া তিনটা নাগাদ মালদায় পৌঁছান।

Leave a Reply