দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- গত ইংরেজির ৭/১২/ ২০১৬ তারিখে বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে সেই ঘটনায় ওই অভিযুক্তের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ তাহের হয় সেই ঘটনায় অভিযুক্ত কে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। সেই মামলায় গতকাল ওই অভিযুক্তকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পকশো আদালতের বিচারক শরণ্যা সেনপ্রসাদ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বুধবার অভিযুক্তের সাজা ঘোষণা করেন বিচারক বলে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন। বাড়ি আইনজীবী আরো জানিয়েছেন যে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায় আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার।

Leave a Reply