নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট,দক্ষিন দিনাজপুর ২২ জানুয়ারি: বুধবার এক লক্ষ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো বালুরঘাটে। এদিন বেনারস থেকে একাধিক পুরোহিত বালুরঘাটে এসে মহাযজ্ঞ ও সন্ধ্যা আরতিতে শামিল হয়েছিলেন। সন্ধ্যায় বালুরঘাটের আত্রেয়ী নদীর সদর ঘাটের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুকান্ত সহ একাধিক বিশিষ্ট জন। এদিন রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সকালে রামলালার ছবি অথবা রাম মন্দিরের ছবি বিষয়ে ৮ থেকে ১২ বছর ও ১২ থেকে ১৬ বছর পর্যন্ত দুটি বিভাগে অঙ্কন প্রতিযোগিতা চলেছে। যেখানে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার মূল্য রাখা হয়েছিল। পাশাপাশি, বালুরঘাট মিউজিয়ামের সামনে তিন থেকে ২০ বছর বয়সী সকল ছেলে মেয়েদের জন্য রাম সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যেখানে এদিন প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেন। সকলকে নিয়ে শোভাযাত্রা করে ঢাক পিটিয়ে সদর ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের জন্য ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার মূল্য ছিল।
বুধবার এক লক্ষ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো বালুরঘাটে।

Leave a Reply