নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-– নিকাশি নালার জল উপচে পড়ছে রাস্তায়। দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। নিকাশি নালা সংস্কার ও সাফাইয়ের দাবিতে শনিবার দুপুরে রাস্তার
নোংরা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা মহলদার পাড়ার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২৫ বছর পুরনো নিকাশি নালা। টুবু মৈত্রের বাড়ি থেকে মহলদার পাড়া পর্যন্ত প্রায় পাঁচশো মিটার নিকাশি নালা দিয়ে প্রায় দুই হাজার পরিবারের নোংরা জল যায়। অভিযোগ, দীর্ঘ একবছর ধরে নালার একাংশ আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছে। নোংরা জল পাশ হচ্ছে না।
রাস্তার উপরে জল জমে থাকছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছে। অপরদিকে মশা মাছির উপদ্রব বাড়ছে। স্থানীয় বাসিন্দা তারা মহলদার ও রাজু চৌধুরীরা বলেন,দীর্ঘ এক বছর ধরে নিকাশি নালা নোংরা আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছে। বাড়ির নলকূপ ও টয়লেট এর জল এই নালায় আসছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। রাস্তায় পিছলে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও প্রধানকে বিষয়টি জানিয়েছি। কেউ গুরুত্ব দিচ্ছে না। সামনে মাধ্যমিক পরিক্ষা। ছেলে মেয়েরা দুর্গন্ধে পড়তে বসতে পারছে না। হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লকের আই এন টি টি ইউ সি ব্লক সভাপতি আব্বাস আলী বলেন,আমি নিজে উদ্যোগ নিয়ে কয়েকবার নালাটি পরিস্কার করেছি। তবে নালাটি বহু পুরনো। ২০২৫-২৬ অর্থ বর্ষে নালাটির টেন্ডার ধরা হয়েছে। নতুনভাবে নালাটি করা হবে। তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত প্রধান সুমা খাতুনের স্বামী দিল রোজ বলেন, আমাকে জানানো হয়নি। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্য মারফতে বিষয়টি জানতে পারলাম। শিঘ্রই নালাটি পরিস্কার করা হবে।
নিকাশি নালা সংস্কার ও সাফাইয়ের দাবিতে শনিবার দুপুরে রাস্তার নোংরা জলে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটা মহলদার পাড়ার বাসিন্দারা।

Leave a Reply