নিজস্ব সংবাদদাতা: বালুরঘাট,২৬ জানুয়ারি – সংবিধান, গনতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার্থে সারা দেশের সঙ্গে মানব বন্ধনের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করলো বামফ্রন্ট। রবিবার বেলা এগারোটা নাগাদ বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় অন্তত তিনশো বামফ্রন্ট কর্মী সুশৃঙ্খল ভাবে রাস্তার পাসে দাঁড়িয়ে মানব বন্ধন গড়ে তোলে। নির্দিষ্ট সময়ে মাইকে শপথ বাক্য পাঠ করেন বাম নেত্রী সুচেতা বিশ্বাস। মানব বন্ধনে দাঁড়িয়ে থাকা বামফ্রন্ট কর্মী সহ রাস্তার পাসে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও শপথ বাক্য পাঠে অংশগ্রহণ করেন। বালুরঘাটে শপথ বাক্য পাঠের আগে প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বামফ্রন্ট আহবায়ক নন্দলাল হাজরা, বামনেত্রী সুচেতা বিশ্বাস, শিবতোষ চ্যাটার্জি প্রমুখ। এদিন বালুরঘাট ছাড়াও হিলি, তপন, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, বংশিহারী, কুশমন্ডি সহ অন্যান্য স্থানেও বামফ্রন্টের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংবিধান, গনতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার্থে সারা দেশের সঙ্গে মানব বন্ধনের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করলো বামফ্রন্ট।

Leave a Reply