কলকাতা, সব খবর ডেস্ক:- গত ২২/০১/২০২৫, ন্যাশনাল লাইব্রেরী, ড শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবন অডিটোরিয়াম, কলকাতা, বিশেষ বই উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হলো। ড শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন এর বিশেষ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী ” নরেন্দ্র দামোদরদাস মোদী নির্বাচিত বক্তৃতা ” সংকলন, (সংকলক – শ্রী রথীন্দ্র বোস) বই উন্মোচন হলো। বই টি উন্মোচন করলেন ত্রিপুরার সম্মানীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা মহাশয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
পদ্মশ্রী সম্মানে ভূষিত স্বনামধন্য বাউল সম্রাট শ্রী পূর্ণদাস বাউল;
পদ্মশ্রী ও পরিবেশবিদ অধ্যাপক ডঃ নারায়ণ চক্রবর্তী;পদ্মশ্রী প্রাপক বিখ্যাত সুচি শিল্পী শ্রীমতি প্রীতিকণা গোস্বামী এবং ড সরূপ প্রসাদ ঘোষ, ডিরেক্টর, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ, কলকাতা।
Leave a Reply