দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মঙ্গলবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট বাসস্ট্যান্ডে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের চোখের পরীক্ষা করতেই এদিনের এই উদ্যোগ বলে জানা গেছে। পাশাপাশি আগামীকাল গঙ্গারামপুর এবং আগামী পরশুদিন বুনিয়াদপুরেও একইভাবে পরিবহন কর্মীদের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে বলে জানা গেছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা, জেলা পরিবহন দপ্তরের আধিকারিক সজল কুমার মন্ডল , বালুরঘাট ট্রাফিক থানার আইসি অরুণ তামাং সহ অন্যান্যরা। প্রায় ৫০ জন পরিবহন কর্মীদের চক্ষু পরীক্ষার করা হয় বলে জানা গেছে।
বালুরঘাট বাসস্ট্যান্ডে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক পুলিশ, পরিবহন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে একটি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।

Leave a Reply