
প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- প্রতি বছরের ন্যায় এ বছরও মানিকপুর আদর্শ বিদ্যাপীঠ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল সফল কীর্তি এবং ক্লাসে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল। বিশিষ্ট অতিথি এবং স্কুলের ভারপ্রাপ্ত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে মনোজ্ঞ অনুষ্ঠান হল। একদিকে যেমন শিক্ষক মহাশয়গণ ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নতি করার জন্য অহরহ প্রচেষ্টা করছেন অপরদিকে ছাত্রছাত্রীদের মনের পূর্ন্য বিকাশ ঘটানোর জন্য বিভিন্ন খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করানোর প্রচেষ্টা করছেন। তেমনই চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায়। বাৎসরিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সকল বিশিষ্ট অতিথিরা ছিলেন তাদের মধ্যে হলেন মাননীয়া সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল, স্কুল অ্যাডমিনিস্টেটর ( এস আই এস ) মাননীয়া দেবদত্তা রায়, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রভাত সর্দার, স্কুলের প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীবৃন্দ ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। সঙ্গীত, আবৃতি, নৃত্য, নাটক সবই ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে। সমবেত উদ্বোধন সংগীত দিয়ে অনুষ্ঠান সূচনা হয়। আগত অতিথিদের সম্বর্ধনা দেওয়ার পর অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সঙ্গে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করলেন মাননীয়া বিধায়িকা। অতিথি শিল্পীদের নৃত্য এবং সংগীত নজর কাড়লো ছাত্র-ছাত্রীদের মনে এমনই চিত্র দেখা গেল উৎসাহিত ছাত্রছাত্রীদের মধ্যে। শিক্ষাক্ষেত্রে কীর্তি ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্য পুরস্কার তুলে দিলেন আমন্ত্রিত অতিথি এবং স্কুলের শিক্ষকগণ।












Leave a Reply