
নিজস্ব সংবাদদাতা, মালদা:—গোপন সূত্রের খবরের জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষ্ণবনগর থানার এসআই সুবীর কুণ্ডু সহ পুলিশ টিম,নাকা চেকিং চালানো সময় হঠাৎ দক্ষিণ মালদা কলেজের কাছাকাছি তালতলা মাঠের কাছে এক যুবকে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়।ওই যুবকে ওই যুবকে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে ৪৫৩ গ্রাম ব্রাউন সুগার (মাদকদ্রব্য) উদ্ধার করা হয়।শুক্রবার ওই যুবকে মালদা জেলা আদালতে পেশ করে অভিযুক্ত সাথে কে কে যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে।












Leave a Reply