নিজস্ব সংবাদদাতা, মালদা—-শুক্রবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন মালদা-মানিকচকগামী রাজ্য সড়কে। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাজ্য সড়কের পাশে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রাক। ঘটনায় গুরুতর আহত হলেন ট্রাকের ২০-২৫জন যাত্রী। এদের মধ্যে দু-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা। মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। পরে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।
এলাকাবাসী জানান গঙ্গা স্নান করে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুণ্যার্থী বোঝাই একটি ম্যাটা ডোর। এই ঘটনা আহত হয়েছে অন্ততপক্ষে ২০ জন। তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে মানিকচকের রাজমহল ঘাট থেকে গঙ্গা স্নান করে একটি ম্যাটাডোর করে বাড়ি ফিরছিল ৪০ থেকে ৫০ জন পুণ্যার্থী। ঠিক সেই সময় ইংলিশ বাজারের লক্ষীপুরের দামোদর পুর এলাকায় এক বাইক আরোহিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। ঘটনায় আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
শুক্রবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন মালদা-মানিকচকগামী রাজ্য সড়কে।

Leave a Reply