প্রকাশ কালি ঘোষাল, হাওড়া – ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার থানার অন্তর্গত রঘুদেব বাটি পঞ্চায়েত এলাকায়।
রবিবার রাতে তিনটি স্কুলে দুঃসাহসিক চুরি। রঘুদেববাটি সাধারণের বিদ্যালয় , রঘুদেববাটি সাধারণের বিদ্যালয় ফর গালর্স ও মুফতিপাড়া মিস্ত্রিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে।
প্রাথমিক বিদ্যালয় কুড়ি হাজার ও বয়েজে পঁচিশ হাজার এবং গালর্স স্কুলে ১৯ হাজার টাকার মতো চুরি গেছে বলে জানান প্রধান শিক্ষিকা । সাঁকরাইল থানার পুলিশ তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গত তিনদিন ছুটি থাকার কারণে সুযোগ বুঝে দুষ্কৃতীরা স্কুলের গেটের তালা ভেঙ্গে ভেতর প্রবেশ করে এবং চুরি করে। সোমবার স্কুলে এসে কর্মীরা দেখতে পান পেছন দরজা খোলা ভেতরে অফিস ঘর লন্ডভন্ড এবং আলমারি ভেঙ্গে সেখান থেকে নগদ টাকা নথিপত্র বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লুট করা হয়েছে। তবে সাঁকরাইল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শিক্ষিকা নিন্দা জানিয়েছেন এবং প্রকৃত দোষীদের খুঁজে বার করার জন্য সাঁকরাইল থানায় ডায়েরি করেন। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক দপ্তরে কর্মদক্ষ মহম্মদ সিদ্দিক বললেন স্কুল প্রাঙ্গনে এইরকম চুরির কখনো কাম্য নয় , এবং প্রশাসনের কাছে এই চোরেদের গ্রেপ্তার দাবিও তিনি জানান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছেন। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এখন দেখার কত তাড়াতাড়ি সাঁকরাইল থানার প্রশাসন এই চোরেদের ধরতে পারে সেই দিকে তাকিয়ে আপামর সাঁকরাইলবাসী।
একই দিনে সাঁকরাইল এলাকায় তিনটি স্কুলের চুরি, খোয়া গেল নগদ টাকা।

Leave a Reply