বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- রাশি সামুই এবং অন্বেষা সামুই—দুজন ক্লাস সিক্সের ছাত্রী নিখোঁজ। তারা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোটুলপুর থানার অন্তর্গত মদনমোহনপুর ডাকঘর এলাকার তেঁতুলমুড়ি গ্রামে বসবাস করে। সমবয়সী এই দুই মেয়ে পড়াশোনার প্রতি বেশ আগ্রহী এবং একসঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসতো।
রাশি সামুইয়ের বাবার নাম রাধানন্দ সামুই। বারো বছর বয়সী রাশি ছিল প্রাণোচ্ছল এবং কৌতূহলী স্বভাবের মেয়ে। সেদিন, আজ সকাল সাড়ে সাতটায় বাড়ি থেকে টিউশন যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল, তার পরনে ছিল একটি উজ্জ্বল বেগুনি রঙের জামা। নিজের প্রিয় গোলাপি রঙের সাইকেলটি চালিয়ে সে হাসিমুখে টিউশনের পথে রওনা দেয়।
অন্যদিকে, অন্বেষা সামুইয়ের বাবার নাম সদানন্দ সামুই। অন্বেষারও বয়স বারো বছর। সে ছিল শান্ত ও মিষ্টি স্বভাবের মেয়ে। সেদিন তার পরনে ছিল সাদা এবং কালো রঙের একটি জামা, যা তাকে সহজেই আলাদা করে চিনতে সাহায্য করছিল। রাশির মতোই সে-ও একটি গোলাপি রঙের সাইকেল চালিয়ে টিউশনে যাওয়ার জন্য বের হয়। জানা গেছে,তারা দুজনেই টিউশন যায়নি
নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও তারা এখনো বাড়ি ফেরেনি। পরিবারের লোক কান্নায় ভেঙে পড়েছে। গোটা এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে অবশ্যই জানাবেন এই ফোন নম্বরে 7679633409
Leave a Reply