নিজস্ব সংবাদদাতা, মালদা:-নতুন রুপে সেজে উঠছে মালদা টাউন স্টেশন। ঝাঁ চকচকে নতুন চমক দিচ্ছে মালদা টাউন স্টেশন রীতিমতো এয়ারপোর্টের আদলে সাজিয়ে তোলা হয়েছে মালদা টাউন স্টেশনকে। প্রথম দফায় ৯০ শতাংশ কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ। বাইরে থেকে আসা যাত্রীরা মালদা টাউনের এমন পরিকাঠামো উন্নয়ন দেখে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন। এক্সিকিউটিভ লাঞ্চ থেকে শুরু করে চলমান সিঁড়ি, লিফট, এসি এবং সাধারণ যাত্রীদের জন্য বিলাসবহুল বিশ্রামাগার , আধুনিক শৌচাগার থেকে শুরু করে কি নেই মালদা টাউন স্টেশনে। সাজ সজ্জায় রীতিমতো বড় বড় হোটেলের আধুনিকরণকেও হার মানিয়েছে মালদা টাউন স্টেশনের এই সৌন্দর্য । যা রীতিমতো যাত্রী থেকে সাধারণ মানুষের মুখে মুখে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।মালদা টাউন স্টেশন দেখে সাধারণ মানুষের এয়ারপোর্টের অনুভূতি অনুভব করছে।অমৃত ভারতের প্রকল্পের রেল স্টেশন কে নতুন রূপ দেওয়া, খুশি সাধারণ মানুষ।
নতুন রুপে সেজে উঠছে মালদা টাউন স্টেশন।

Leave a Reply