নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- কিংকোবরা উদ্ধার। শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া টোটোপাড়ার একটি ঘরে ঢুকে বসেছিল কিং কোবরা সাপ।খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের র্যাপিড রেসপন্স টিম ঘটনাস্থলে পৌছায়।ঘর থেকে সাপটিকে উদ্ধার করে প্রথমে ব্যাগ ও পরে কাঠের বাক্সে ঢুকিয়ে রাখা হয়। কিং কোবরা সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।উত্তরবঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যান কিং কোবরার অন্যতম বাসস্থান। সাধারনত গভীর জঙ্গলে থাকে এই বিষধর।
কিংকোবরা উদ্ধার, জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া টোটোপাড়ার একটি ঘরে ঢুকে বসেছিল।

Leave a Reply