ওড়িশার, নিজস্ব সংবাদদাতা:- ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস। উল্টে গিয়েছে একাধিক এসি কামরা। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে অসমের কামাক্ষ্যা যাচ্ছিল ট্রেনটি। ওড়িশার কটক স্টেশন ছেড়ে কেন্দাপাড়ার কাছে দুর্ঘটনা ঘটে।
বিগত এক ঘণ্টা ধরে বন্ধ ট্রেন চলাচল। এখনও পর্যন্ত কোনও উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি। রেললাইনের ধারেই অপেক্ষা করছেন ট্রেনের যাত্রীরা।
ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত হয়ে গেল কামাক্ষ্যা এক্সপ্রেস।

Leave a Reply