নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর : মাছ ধরতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন মূর্তি।ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের ৫নং ওয়ার্ডের বাধঁমোড় এলাকায়। যদিও এখনো সঠিক ভাবে জানা যায়নি উদ্ধার হওয়া মূর্তিটি কোন দেবতার। তবে ইতিহাসবিদ-দের অনুমান এটি অত্যন্ত দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি।ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
জানা গেছে,গংগামপুরের বাঁধ মোড় এলাকার বাসিন্দা জয়দেব হালদার গত দুদিন আগে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। সেইসময় তার জালে উঠে আসে মূর্তিটি। তবে সেদিন মূর্তিটি না নিয়েই বাড়িতে ফায়ার আসে সে। এবং পরে বিষয়টি পরিবার ও এলাকাবাসীদের জানালে উদ্ধার করে নিয়ে আসা হয় মূর্তিটি। এবং করা হয় পূজাআর্চনা।এদিকে মূর্তি উদ্ধারের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পরে যায় এলাকায়।পাশাপাশি মূর্তিটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন।ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিতে এলে গ্রামবাসীরা মূর্তিটি পুজোর জন্য সেই এলাকাতেই রেখে দেওয়ার কথা জানান। যদিও পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনা নিয়ে ইতিহাসবিদ ডঃ সমিত ঘোষ জানান ,এটি অত্যন্ত প্রাচীন ও দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি
Leave a Reply