নিজস্ব সংবাদদাতা, মালদা—-জাতীয় সড়ক পারাপারের জন্য ক্রসিং সহ ট্রাফিক ব্যবস্থার দাবীতে সোমবার আন্দোলনে নামলেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেঁচুমোড় এলাকার বাসীন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ১২নং জাতীয় সড়কের উপরে। যদিও শেষমেশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ কংক্রীট ব্যারিকেড সরিয়ে রাস্তা পারাপারের জন্য ক্রসিং-এর ব্যবস্থা করে। এরপর অবরোধকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।
জাতীয় সড়ক পারাপারের জন্য ক্রসিং সহ ট্রাফিক ব্যবস্থার দাবীতে সোমবার আন্দোলনে নামলেন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেঁচুমোড় এলাকার বাসীন্দারা।

Leave a Reply