মালদা, নিজস্ব সংবাদদাতাঃ—-মালদার গাজোল ব্লক ক্যাম্পাসে ধরণী ধর সরকার অতিথি নিবাস হল রুম উদ্বোধন করা হয়েছে শুক্রবার ১১ টা নাগাদ। উপস্থিত ছিলেন গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সহ আরো অনেকে। উদ্বোধনের পর অতিথি নিবাস হল রুমে চত্বরে সকলে মিলে ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও মীর সহেল শাখাওয়াত,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, সহ সভাপতি শিখা মন্ডল, জেলা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ রিতা সিংহ,চৈতালি দত্ত,গাজোল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিপিন গুপ্তা,সুমন দা থেকে শুরু করে আরো অনেকে।জানা গিয়েছে সাড়ে ২৬ লক্ষ অর্থ ব্যয়ে ধরণী ধর সরকার অতিথি নিবাস হল রুম সংস্কার করা হয়। যাতে গাজোল বাসীদের এইখানে ছোটখাটো বিভিন্ন সংস্কৃতিক প্রোগ্রাম করতে সুবিধা হবে। সেখানে সাউন্ড সুব্যবস্থা রয়েছে। হলরুমে এসি রয়েছে।১০০ টি চেয়ারের ব্যবস্থা রয়েছে। ধরণী ধর সরকার অতিথি নিবাস হল রুমে ভাড়া নিয়ে বিভিন্ন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জন্য দেওয়া হবে বলে জানা গিয়েছে।
মালদার গাজোল ব্লক ক্যাম্পাসে ধরণী ধর সরকার অতিথি নিবাস হল রুম উদ্বোধন করা হয়েছে শুক্রবার ১১ টা নাগাদ।

Leave a Reply