কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- কি আছে এমন এই তিনটি গল্পে ।
ইচ্ছাশক্তি, দায়িত্ব, হেল্প ইন টাইম এই তিনটি গল্পেরই আজ পোস্টার লঞ্চ করল আনুষ্ঠানিকভাবে।
সাংবাদিকের মুখোমুখি হয়ে
প্রযোজক রামকৃষ্ণ সিং তিনটি গল্পে একটি মেসেজ রয়েছে যা সমাজ ও মানব কল্যাণে গুরুত্বপূর্ণ বিষয় ।
পরিচালক দাউদ বলেন হোসেন বলেন সত্যি তিনটি গল্প বাস্তবের সঙ্গে মিল রয়েছে।
যদিও পরিচালক পুরো গল্প এখনো সংবাদ মাধ্যমের সামনে বলেননি ।
তবে আমরা প্রমো দেখে বা পোস্টার দেখে বুঝতে পারলাম সত্যি গল্পের আধুনিকতার সঙ্গে বাস্তবতার মিল রয়েছে।
তাই বিভিন্ন রাজ্য ও দেশ-বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভেলে যাচ্ছেন ।
খুব তাড়াতাড়ি প্রত্যেকেই এই অল্প দৈর্ঘ্যের সিনেমা দেখতে পাবেন।
অভিনয় করেছেন কলকাতা টলি পাড়ার অভিনেতা দেবা ব্যানার্জি, সান্তনা বোস, পূজা ব্যানার্জি, হিমাদ্রি দাস, ডি মুখার্জী, নীলরতন দাস, মৌসমী ,সমাদৃতা রাজবংশী ,
আয়ুষ্মান
অর্পিতা,অন্বেষা আরো অনেকে ।
পোস্টার লঞ্চে সময় কি বললেন বিশিষ্ট সমাজসেবী প্রযোজক রামকৃষ্ণ সিং চন্ন বাবু ও পরিচালক দাউদ হোসেন অভিনেতা নীলরতন দাস শুনুন
বিশিষ্ট সমাজসেবী রামকৃষ্ণ সিং ওরফে চুন্নু বাবু প্রযোজিত সুরভী সিং এর কাহিনী অবলম্বনে দাউদ হোসেন পরিচালিত তিনটি অল্প দৈর্ঘ্যের সিনেমা এবার পাড়ি দিচ্ছে বিভিন্ন রাজ্যে দেশ-বিদেশে ।

Leave a Reply