উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বিয়ের আগে হবু স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়েছিল তরুণীকে। কিন্তু বাড়ি ফেরা হল না তাঁর। রাস্তায় তাকে খুন করে আত্মসমর্পণ করল কলোনী এলাকার বাসিন্দা এক যুবক।
তবে কেন ওই খুনের ঘটনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। পরিবার সূত্রে খবর, মাস দেরেক আগে তাদের বিয়ে ঠিক হয়েছিল। খুব শীঘ্রই বিয়েও ছিল তাদের। তারা কি হবু স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরোনোর আবদার করে শ্বশুর বাড়িতে। এদিন ঘুরতেও বেরিয়েছিল তারা। হঠাৎ করেই ওই যুবক চোপড়া থানায় আত্মসমর্পণ করে। পরে পুলিশকে খুনের বিষয়টি জানালে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। সেই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে একটি বাড়িতেও ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। কেন খুন সে বিষয়টি এখন স্পষ্ট নয়। তবে এই ঘটনায় রাত থেকেই এলাকায় থমথমে রয়েছে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। সকাল হতে না হতেই লক্ষীপুর রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান মেয়ের পরিবারের লোকজন।
খুন করে আত্মসমর্পণ করল কলোনী এলাকার বাসিন্দা এক যুবক, এলকায় উত্তেজনা।

Leave a Reply