“সাংবাদিকের কলমে বর্ডার” বই প্রকাশ করলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- “সাংবাদিকের কলমে বর্ডার” বই প্রকাশ করলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইয়ের লেখক পার্থসারথি রায়। রবিবার কলকাতার যোধপুর পার্ক সংলগ্ন বিখ্যাত ভারতীয় বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাসভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার জনজীবন, তাঁদের সামগ্রিক চালচিত্রের ক্ষেত্রকে সাংবাদিকের কলমে তুলে ধরা হয়েছে এই বইয়ে। সীমান্ত সংকট, সাবেক ছিটমহল, বঞ্চনার ঘেরাটোপ, শিক্ষা-কৃষি-শিল্প-চিকিৎসার হালহকিকত, স্বপ্ন-আশা, সীমান্ত ভবিষ্যৎ ইত্যাদি অধ্যায় সন্নিবিষ্ট রয়েছে বইটিতে। বইয়ের প্রকাশক কলকাতার “সোপান’। মূল্য ৩০০ টাকা।‌

শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, পার্থসারথি রায় লিখেছেন “সাংবাদিকের কলমে বর্ডার” শিরোনামে এই বইটি। তিনি একজন সাংবাদিক হিসেবে এই বই লিখেছেন। পাঠক সমাজের জনপ্রিয়তা পেলে আমি খুশি হব।

লেখক পার্থসারথি রায় বলেন, বর্ডার এলাকার পরিমন্ডলে বেড়ে ওঠার পাশাপাশি সাংবাদিক হিসেবে কাজ করার সুবাদে আমার মনে হয়েছে সীমান্তবাসীর বাস্তব চিত্র মলাট বদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়।
পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের বর্ডার এলাকার জনজীবন ও তাঁদের বাস্তব চালচিত্র একটি নির্দিষ্ট সময়ের নিরিখে (২০১৭ সাল -২০২৪ সাল) এই বইয়ে লিপিবদ্ধ হয়েছে। এরাজ্যের বিস্তীর্ণ এলাকায় সীমান্তবাসীর কি চাওয়াপাওয়া, স্বপ্ন এবং সেই সময়কালে দাঁড়িয়ে স্বপ্ন পূরণের দিকটি কোন পর্যায়ে – এসবকিছুই বইয়ে স্থান পেয়েছে। বর্ডার এলাকার অতি সাধারণ মানুষের জীবনগতির কাঙ্খিত পরিবর্তন ঘটুক, সেই লক্ষ্যে আমার এ গ্রন্থ লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *