ভারত মুক্তি মোর্চা সহ চার সংগঠনের ডাকে ভারত বন্ধ: বুনিয়াদপুরে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা।

বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা, ১লা জুলাই:-  ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছরা বর্গ মোর্চা, বহু জন ক্লান্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার যৌথ উদ্যোগে ১লা জুলাই “ভারত বন্ধ” কর্মসূচির ডাক দেওয়া হয়। এই কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিল বের হয়, যা পরবর্তীতে পৌঁছায় বুনিয়াদপুর চৌমাথা এলাকায়। সেখানেই ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

প্রায় একঘন্টা ধরে চলা এই অবরোধে সৃষ্টি হয় ব্যাপক যানজট। ৫১২ জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন দূর-দূরান্ত থেকে আগত বহু যাত্রী। রোগী, শিক্ষার্থী, কর্মব্যস্ত মানুষজন পড়েন চরম ভোগান্তিতে।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বংশীহারী থানার পুলিশ বাহিনী। প্রায় একঘন্টার প্রচেষ্টায় অবরোধ তুলে নেওয়া হয় এবং জাতীয় সড়কে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন আটকে পড়া যাত্রীরা।

এই অবরোধের মূল উদ্দেশ্য ছিল মোট ছয় দফা দাবিকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *