নিজস্ব সংবাদদাতা, মালদা— মালদহে পোস্ট অফিস মোড়ে শুরু হলো দেওয়াল লিখন আগামী ২১ শে জুলাই এর সমর্থনে প্রস্তুতি শুরু। তারই চিত্র ধরা পরলো মালদা শহরের পোষ্ট অফিস মোড়ে।তৃণমূলের জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে শুরু হয় দেয়াল লিখন।উপস্থিত ছিলেন, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, কাউন্সিলর শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশাল সমাবেশের আয়োজন করা হবে। প্রধান বক্তা হিসেবে সেই মঞ্চে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলা থেকেও প্রায় ১৫ হাজার কর্মী সমর্থক সেই সমাবেশে উপস্থিত হবেন। এদিন ২১শে জুলাইয়ের সমর্থনে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুরু হয় দেয়াল লিখন বলে জানান, যুব তৃণমূলের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস
মালদহে পোস্ট অফিস মোড়ে শুরু হলো দেওয়াল লিখন আগামী ২১ শে জুলাই এর সমর্থনে প্রস্তুতি শুরু।

Leave a Reply