গাজোল ১ লা জুলাই ডাক্তার ডে উপলক্ষে গাজোল থানার আইসি আশীষ কুন্ডুর উদ্যোগে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা—গাজোল ১ লা জুলাই ডাক্তার ডে উপলক্ষে গাজোল থানার আইসি আশীষ কুন্ডুর উদ্যোগে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিন মঙ্গলবার, গাজোল স্টেট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সম্মানে ফুলের তোড়া ও মিষ্টিমুখের মাধ্যমে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। গাজোল থানার পক্ষ থেকে ডাক্তারদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছার উপহার সামগ্রীও।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি আশীষ কুন্ডু, হাসপাতালের চিকিৎসক ডাঃ আসিফ সরকার, ডাঃ শিবনাথ মণ্ডল,ডাঃ জয়ন্ত রায় সহ অন্যান্য চিকিৎসকরা।
ডাঃ আসিফ সরকার জানান, “আইসি সাহেবের এই উদ্যোগ আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক ও অনুপ্রেরণাদায়ক। সকল ডাক্তারবাবুরা এই সম্মাননায় অভিভূত হয়েছেন।”
গাজোল থানার এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাজোল স্টেট জেনারেল হাসপাতালের সমস্ত কর্তব্যরত চিকিৎসকরা। এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে চিকিৎসকদের আরও উৎসাহিত করবে বলেও মনে করছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *