আমের চারা গাছ ভেঙ্গে নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দু পরিবারের মধ্যে ধুন্ধুমার কান্ড, জখম ২।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — আমের চারা গাছ ভেঙ্গে নষ্ট করে দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দু পরিবারের মধ্যে ধুন্ধুমার কান্ড। জখম দু। হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের পশ্চিম রাড়িয়াল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মসিউর রহমানের বাড়ির পিছনে থাকা আমের চারা গাছ ভেঙ্গে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠে প্রতিবেশী আজাদ আলির নাবালক ছেলে শাহানাওয়াজ আলির বিরুদ্ধে।গাছ মালিক মসিউর বলতে গেলে অভিযুক্ত আজাদের পরিবার তার বাড়িতে চড়াও হয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ।
লোহার রড ও ইট দিয়ে মসিউর কে আঘাত করে জখম করে দেন। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। আহত মসিউরের স্ত্রী মমতাজ খাতুন বলেন, আমের গাছ নষ্ট করে আমাদেরকেই মারধর করেছে। স্বামীকে বেধরক মারধর করে জখম করে দিয়েছে। আমার পড়নের কাপড় ছিঁড়ে দিয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত আজাদ বলেন,গাছটি কে বা কারা নষ্ট করেছে বলতে পারছি না। আমার ছেলের উপর মিথ্যা দোষারোপ চাপিয়ে তাকে বেঁধে মারধর করছিল। প্রতিবাদ করতে গেলে তারাই আমাদেরকে মারধর করেছে। আমার মা কে জখম করে দিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *