বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা ২ জুলাই: দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বোল্লা এলাকায় গোপন সূত্রে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকার মদ উদ্ধার করল পতিরাম থানার পুলিশ। মুদির দোকানের আড়ালেই অবৈধ ভাবে মদ বিক্রি করার অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। গতকাল মধ্যরাতে পতিরাম থানার ওসি সৎকার সাংবোর নেতৃত্বে অভিযান চালানো হয় বোল্লার ফকিরপাড়া এলাকায়। সেই অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমান মদ। যদিও অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ। মদ বিক্রির ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পতিরাম থানার পুলিশ। গতকালের অভিযানে সব মিলিয়ে প্রায় ৫০০ বোতল মদ উদ্ধার হয়েছে। এদিন দুপুরে এনিয়ে পতিরাম থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
বাইট- বিক্রম প্রসাদ, ডিএসপি হেড কোয়ার্টার, বালুরঘাট।
Leave a Reply