দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাটে পঞ্চায়েত সমিতি ও রাজ্য টুরিজিমের উদ্যোগে খুব দ্রুত গড়ে উঠতে চলেছে ” ইকো পার্ক “। শহরের উপকন্ঠ ডাংগি ফরেস্টকে এই ইকো পার্ক গড়ার জন্য বেছে নেওয়া হয়েছে।ইতিমধ্যে সেই জায়গা রাজ্য ট্যুরিস্টের পক্ষ থেকে একটি টিম পরিদর্শন করেছে ও তাদের ও পার্ক গড়ার জন্য জায়গা পছন্দ হয়েছে বলে পরিদর্শনের পর মৌখিক ভাবে পঞ্চায়েতের কর্মীদের জানিয়ে গিয়েছেন। বালুরঘাট পঞ্চায়েত সমিতির আশা সম্ভবত আগামী ছয় মাসের মধ্যেই তারা সরকারি অর্থমন্ত্রক থেকে এব্যাপারে ছাড়পত্র পেয়ে যাবেন। তারপরেই সেই অনুসারে পার্ক গড়ার ক্ষেত্রে কাজ শুরু করে দিতে পারবেন।
এদিকে শহরে আদর্শ পরিবেশ বজায় রাখার লক্ষে শহরে একটি ইকো পার্ক গড়ার উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই শহরের পরিবেশ প্রেমীদের মধ্যে খুশির হাওয়া।
শহরের এরকম এক পরিবেশ প্রেমী নারায়ন কুন্ডুর মত উদ্যোগ ভাল, এতে বয়ষ্ক নাগরিকরা শুদ্ধ খোলা হাওয়ায় নিজেদের কিছুটা সময় কাটাতে যেমন পারবেন তেমনি পরিশ্রুদ্ধ অক্সিজেন পেয়ে নিজেদের অনেকটা তরতাজা করে নেওয়ার সুযোগ পাবেন।বর্তমানে এই নিত্যদিনের পলিউসনের বাতাসে যা দুর্লভ।
বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সরকার বিষয়টি স্বিকার করে জানান, সম্প্রতি রাজ্য ট্যুরিস্ট দপ্তর থেকে আমাদের পাঠানো এই প্রস্তাব গ্রহন যোগ্যতা মিলেছে। তাদের একটি টিম ইতিমধ্যেই জায়গা পরিদর্শন সেরে ফিরে গেছে। আশাকরছি আগামী ছয় মাসের মধ্যেই ছাড়পত্র পেয়ে যাব। তারপরেই শহরবাসির জন্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে এই ইকো পার্কের কাজ শুরু করে দিতে পারব।
Leave a Reply