কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পুকুর থেকে উদ্ধার অর্ধনগ্ন ১১ বছরের নাবালিকার মৃতদেহ। দেহের উর্ধাঙ্গে কোনো জামা কাপড় নেই। চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার মোহনা জহরাপুকুর এলাকায়। মৃত নাবালিকার বাড়ি এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তাজপুর গ্রামে। পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে। কুমারগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে।
পুলিস সূত্রে খবর, ওই নাবালিকা গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে শনিবার দিন কুমারগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। নিখোঁজের তিনদিন পর এদিন সোমবার বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ওই নাবালিকার দেহ পচে গিয়েছে এবং এবং অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, শুক্রবার ওই নাবালিকা নিখোঁজ হয়ে গিয়েছিল। তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। সোমবার দেহ উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Leave a Reply