
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুইজনকে কুপিয়ে খুনের অভিযোগ উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে, ঘটনার উপর এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে থাকে খেজুরি থানায়, স্থানীয়দের অভিযোগ খেজুরির ভাঙ্গরমারী গ্রামে একটি অনুষ্ঠান চলার সময় ভোররাতে অতর্কিতভাবে অনুষ্ঠান দেখতে যাওয়া দুই ব্যক্তিকে খুন করে বলে অভিযোগ, জানা গিয়েছে মৃতদের নাম সুজিত দাস, যার বয়স আনুমানিক ২২ বছর, অপরজনের নাম সুদীপ পাইক, যার বয়স আনুমানিক ৬৬ বছর, ইতিমধ্যেই ওই ২ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় খেজুরি থানার পুলিশ, পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে, ইতিমধ্যেই বিরোধী দলনেতা সাম্প্রদায়িক হিংসার অভিযোগ তুলছেন, পাশাপাশি ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা, অন্যদিকে ঘটনাকে ঘিরে যথেষ্ট চাপা উত্তেজনরা রয়েছে এলাকায়।












Leave a Reply