জগৎবল্লভপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও জগৎবল্লভপুরে ছিনতাই। লাঠির আঘাতে অচেতন করে ছিনতাই। স্বর্ণকারের হাতে থাকা নগদ এক লক্ষ টাকার ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলি জাঙ্গীপাড়ার সীতাপুর বাস স্ট্যান্ডের দেবনাথ জুয়েলার্সের স্বর্ণকার প্রদীপ দেবনাথ প্রতিদিনের মতো গতকাল রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত ৮:৪০ নাগাদ বাড়ি থেকে ১০০ মিটার দূরে হাওড়া জগৎবল্লভপুর তেলিহাটি গ্রামের একটি ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে ছিল তিন জন দুষ্কৃতী। অভিযোগ, তাকে আসতে দেখে দুষ্কৃতীরা পাশের একটি ঝোঁপে লুকিয়ে পড়ে ওই তিন জন, কাছে আসতেই কোদালের বাট নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাঁরা, মাথার পিছনে কোদালের বাট দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন ব্যবসায়ী প্রদীপ দেবনাথ। তারপর তার সঙ্গে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যবসায়ী যেটা অভিযোগ করছেন, ওই ব্যাগে নগদ এক লক্ষ টাকা সহ দোকানের চাবি ও জরুরি হিসাব পত্রের খাতা ছিল, দুষ্কৃতীরা সেগুলো নিয়ে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন প্রদীপ বাবু। এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তায় সন্ধ্যা নামলেই মদ মাতালের উৎপাত লেগেই থাকে, প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি থাকলে এসব কমে যাবে বলে আশাবাদী তাঁরা। এই ঘটনায় প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ব্যবসায়ী ও এলাকার মানুষ। পুলিশ কে খবর দেওয়া হলে গতকাল রাতেই ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ আধিকারিক ও জাঙ্গীপাড়া থানার পুলিশ আধিকারিক এসে উপস্থিত হন। এই বিষয়ে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে জগৎবল্লভপুর থানায়। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস দেয় পুলিশ। আদৌ কি কোনো শত্রুতা? নাকি নিছকই ছিনতাই করতে এসেছিল দুষ্কৃতীরা? তার তদন্ত শুরু করেছে পুলিশ।
জগৎবল্লভপুরে ফের ছিনতাই! স্বর্ণকারকে কোদালের বাঁটের আঘাতে অচেতন করে ১ লক্ষ টাকা লুট।

Leave a Reply