হুগলি, নিজস্ব সংবাদদাতা:- চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পরে থাকতে দেখা যায়।
আজ সকালে পুরসভার সাফাই কর্মিরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিক মোড়ানো হার খুলি কঙ্কাল পরে রয়েছে।খবর দেওয়া হয় পুলিশে।এলাকায় মানুষের ভীর জমে যায়।চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে।
কে কঙ্কাল ফেলে গেলো তা জানা যায়নি।এলাকায় কোনো সিসি ক্যামেরা নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি।
স্থানীয়রা জানান,এলাকায় কেউ মারা গেছে এমন খবর নেই।ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেলো কিনা তা দেখছে পুলিশ।চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়।উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরোনো তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তা তার খোঁজ নিচ্ছে পুলিশ।
কঙ্কালের ফরেনসিক পরীক্ষা হবে।
চুঁচুড়া দাসপাড়ায় মানুষের কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য!

Leave a Reply