বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যালয়ে যাবার একমাত্র রাস্তা
জল কাদাতে ভরা। বিকল্প ব্যবস্থা না থাকায় বিপদ ও কষ্টের সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াত। এছাড়াও স্কুলে নেই পানীয় জল সহ কোনো শৌচাগার এর সুবিধা। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা ভেবে বিদ্যালয়ের ঢোকার মূল গেটে তালা ঝুলিয়ে চলল অভিভাবক দের বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় বাঁকুড়া সদর থানার পুলিশ। এই চিত্র বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের।
জানা যায় বাঁকুড়া এক নম্বর ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য মূল রাস্তা থেকে প্রায় দুশো মিটারের বেশি প্রতিবছর বর্ষার সময় জল ও কাদা তে ভরা থাকে। আর সেই রাস্তার উপর চলে যাতায়াত তাছাড়াও স্কুলে নেই পানীয় জল আর শৌচাগার এর কোনো ব্যবস্থা। যার ঐ স্কুলের ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে নানান ভাবে। তবে গ্রামবাসীদের দাবী অবিলম্বে রাস্তা সহ স্কুলের এই সমস্যাগুলি সমাধান করা হোক না হলে আগামীদিনে তারা আরো বৃহৎ আন্দোলনে নামবেন।
অন্যদিকে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা জানান তিনি প্রায়শই ঐ গ্রামে যান, গ্রামের ঐ সমস্যার কথা স্বীকার করে জানান কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা এলেও তা বাস্তবে রুপায়িত না হয়ে কাটমানি হয়ে তৃণমূলের নেতাদের কাছে কাটমানি হয়ে চলে যায়। যার জ্বলন্ত উদাহরণ হল ধগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের যাবার রাস্তা সহ স্কুলের এই অবব্যবস্থা।
এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় জানান, যাতে ঐ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অসুবিধা না হয় যাতাযাত করার ক্ষেত্রে বা বিদ্যালয়ের পরিকাঠামোর দ্রুত সমস্যার সমাধান করা হবে।
Leave a Reply