
নিজস্ব সংবাদদাতা, মালদা:— রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদে উত্তাল হল মালদা জেলার হবিবপুর বিধানসভা এলাকা। মঙ্গলবার পাকুয়াহাটে মিছিল ও বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা। হবিবপুর মন্ডল ২-এর সদস্যদের নেতৃত্বে মালদা–নালাগোলা রাজ্য সড়কে পথ অবরোধ করা হয়।
প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। বিজেপি নেতাদের দাবি, রাজ্যে বিরোধী কণ্ঠর উপর লাগাতার আক্রমণ হচ্ছে, প্রশাসন নিশ্চুপ। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করেন তাঁরা।












Leave a Reply