ভয়ঙ্কর হড়পা বানে বিধ্বস্ত উত্তরকাশির ধারালি, খীর গঙ্গার স্রোতে ভেসে গেল বহু জীবন ও সম্পত্তি।

উত্তরকাশি, নিজস্ব সংবাদদাতা:- উত্তরাখণ্ডের উত্তরকাশির খীর গঙ্গা নদীতে হঠাৎ মেঘভাঙা বৃষ্টির ফলে সৃষ্টি হল ভয়াবহ হড়পা বান। এই হড়পা বান যখন তীব্র বেগে পাহাড় বেয়ে নেমে আসে ধারালি গ্রামে, তখন হাহাকার শুরু হয় গোটা অঞ্চলে। প্রাণ হাতে নিয়ে ঘর ছেড়ে দৌড়ে পালাতে থাকেন গ্রামবাসীরা, পর্যটকরা ও স্থানীয় ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ধেয়ে আসে স্রোত। নদীর রুদ্ররূপে খেলার সময় ছিল না কারও হাতে। স্রোতের দাপটে মুহূর্তের মধ্যে ভেসে যায় প্রায় ২০-২৫টি হোটেল, লজ ও হোমস্টে। অনেকে ঘর ছাড়তে পারেননি সময়মতো—জলের তীব্র ধাক্কায় ভেসে যান তারা।

সরকারি সূত্রে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আরও অনেকেই নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর জলস্তর এখনও বিপজ্জনকভাবে উঁচুতে, উদ্ধারকাজ চলছে। এলাকায় নিযুক্ত হয়েছে এনডিআরএফ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। হেলিকপ্টার নামিয়ে নজরদারি চলছে দুর্গত এলাকায়।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, হড়পা বান এতটাই দ্রুত ও অপ্রত্যাশিত ছিল যে অনেককেই সতর্ক করার সুযোগ পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আজ বিপর্যস্ত উত্তরকাশির ধারালি। খীর গঙ্গার ভয়ঙ্কর রূপ এখনও জারি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসী ও পর্যটকদের কাছে আবেদন জানানো হয়েছে – যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে সরে যেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *